বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯, ১২:৩৯:১১

স্কুলে ক্লাস নিলেন এমপি!

স্কুলে ক্লাস নিলেন এমপি!

নিউজ ডেস্ক: স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিয়ে আলোচনায় এসেছেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন। তিনি এ আসনে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সোমবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার সদরের নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এসে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করেন এবং গুণগত ও আধুনিক মানসম্পন্ন শিক্ষা গ্রহণের পরামর্শ দেন।

আব্দুল্লাহ হারুন, সেখানে ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রত্যেক শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে ক্লাস নিয়েছেন। প্রতি ক্লাসে শিক্ষার্থীদের ভালো করে লেখাপড়া করার পরামর্শ দেন।

এ সময় মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি আক্তার হোসেন, প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল আউয়াল সরকার, সভাপতি আবুল খায়েরসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এদিকে নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তার বলেন, সংসদ সদস্য হয়ে তিনি আমাদের শিক্ষার্থীদের ক্লাস নেবেন সেটা ভাবতে পারিনি। এমপি স্যারকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা ও শিক্ষার্থীরা খুশি এবং আনন্দিত। তার ক্লাস শিক্ষার্থীরা খুব উপভোগ করেছে। আমরা চাই পরবর্তীতেও যেন তিনি আমাদের স্কুলের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখেন। শিক্ষার্থীরাও তার ক্লাস করতে আগ্রহী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে