মঙ্গলবার, ০৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫:৫৪

কুমিল্লা ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড

কুমিল্লা ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড

কুমিল্লা : কুমিল্লার রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) একটি সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রতন কুমার নাথ জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ৮টি ইউনিট কাজ করছে। আরও ২টি ইউনিট যোগ দেয়ার কথা রয়েছে।

এদিকে, রাউজানে অবস্থিত চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্রে দ্বিতীয় দফা আগুন লেগেছে। সোমবার রাতে বিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিটে এই আগুন লাগে। এতে বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার বজ্রপাতে চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগে।

চুয়েটসংলগ্ন চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্রে সোমবার রাত ৮ টার সময় ইউনিটে অয়েল সরবরাহকারী পাইপ ফেটে আগুন লেগে ২ নম্বর ইউনিটের টারবাইনের ফ্লোরে আগুন লেগে যায়। খবর পেয়ে নগরীর রাস্তার মাথা ও রাঙ্গুনীয়া ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে