শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫, ০৮:২১:০৩

শরীরের স্কচটেপে ১ কোটি ২২ লাখ টাকার সোনা

শরীরের স্কচটেপে ১ কোটি ২২ লাখ টাকার সোনা

কুমিল্লা : সোনা চোরাকারবারীর অভিনব কৌশল, পিঠ ও পেটে হলুদ রঙের স্কচটেপে প্যাঁচানো। সেই স্কচটেপ খুলতেই বেরিয়ে এল ৩৫টি সোনার বার, যার দাম ১ কোটি সাড়ে ২২ লাখ টাকা। আজ শনিবার সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি মাইক্রোবাসের দুই যাত্রীর শরীরে প্যাঁচানো স্কচটেপ খুলে ৩৫টি সোনার বার উদ্ধার করে পুলিশ। ওই দুজনকে আটক করা হয়েছে। পুলিশের ভাষ্য, সোনাগুলোর মূল্য এক কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা। আটক ব্যক্তিরা হলেন মো. মিলন (২৭) ও কফিল উদ্দিন (২০)। তাদের গ্রামের বাড়ি ফেনীতে। পুলিশ জানায়, ফেনী থেকে তারা ওই সোনাগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। সম্প্রতি বিমানবন্দর থেকে প্রায়ই সোনা উদ্ধারের ঘটনা ঘটলেও সড়কপথে এত বড় চালান আটকের ঘটনা এটাই প্রথম। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ছয়টার দিকে দাউদকান্দির টোলপ্লাজা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী একটি মাইক্রোবাস আটকানো হয়। ওই মাইক্রোবাসের দুই যাত্রীকে তল্লাশি করতে গিয়ে ​দেখা যায়, দুজনের শরীরে স্কচটেপ প্যাঁচানো। স্কচটেপ খুলে ৩৫​টি সোনার বার উদ্ধার করা হয়। সোনার বারগুলোর ওজন চার কেজি ৭৪ গ্রাম। ওসি জানান, আটক দুজন চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। ১৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে