কুমিল্লা থেকে : কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের কুমিল্লার লালমাই উপজেলার বাগমারার জামতলি এলাকায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৭ যাত্রী নিহ'ত হয়েছেন।
নিহ'ত সাতজনের মধ্যে ছয়জনই একই পরিবারের সদস্য। রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘ'টনা ঘটে। নিহ'তদের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী ও দুই জন শিশু।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ নিহ'তদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
নিহ'তরা হলেন- জেলার নাঙ্গলকোট উপজেলার পশ্চিম জোড্ডা ঘোড়া ময়দান গ্রামের মৃত হাজী জব্বার আলীর ছেলে ব্যবসায়ী জসিমউদ্দিন (৪৫), তার মা সকিনা বেগম (৮০), স্ত্রী শিরিন আক্তার (৩৫), ছেলে শিপন (১৮), হৃদয় (১৫), মেয়ে নিপু আক্তার (১৩) ও অটোরিকশাচালক জামালউদ্দিন (৩৫)।
ঢাকাগামী তিশা নামক বাসটি ওই এলাকায় পৌঁছে লাকসামগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ ৫ জনের মৃ'ত্যু হয়। খবর পেয়ে নিহতের স্বজনরা কুমিল্লা মেডিকেল কলেজের ম'র্গের সামনে এসে আ'হাজা'রি করেন।
এ দুর্ঘটনায় অটোরিকশায় থাকা ২ শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃ'ত্যু হয়। এদিকে ম'র্মা'ন্তিক এ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সবাই নিহ'তের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাইওয়ের পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, নিহ'তদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিশা বাসের চালককে আটকের চেষ্টা চলছে। মামলার পর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।