কুমিল্লা: কুমিল্লায় ভ্রাম্যমাণ দোকানের চটপটি-ফুচকা খেয়ে একটি স্কুলের ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। শনিবার জেলার লালমাই উপজেলার শাকেরা আর এ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থদের অধিকাংশই ছাত্রী।
অসুস্থ ছাত্র-ছাত্রীদের পার্শ্ববর্তী লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিকেলে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে এ ঘটনায় দুুপুরে চার চটপটি দোকানদারকে আটক করেছে পুলিশ। বিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে স্কুলের সামনে বসা ভ্রাম্যমাণ দোকান থেকে চটপটি-ফুচকা খায় শিক্ষার্থীরা। পরে ক্লাস শুরু হওয়ার পর একে একে অসুস্থ হতে শুরু করে তারা। এর মধ্যে ষষ্ঠ শ্রেণির পাঁচজন, সপ্তম শ্রেণির ১৫ জন, ৯ম শ্রেণির দুজন এবং দশম শ্রেণির আট শিক্ষার্থী রয়েছে।
অসুস্থ শিক্ষার্থীদের প্রথমে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিকেলে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ উল্লাহ বলেন, ‘সকালে হঠাৎ করে কয়েকজন ছাত্রী বমি করতে শুরু করে। একে একে আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত বলেন, এ ঘটনায় আটক চটপটি দোকানিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।