কুমিল্লা: অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধিতে আগামীর বাংলাদেশ এশিয়ার শ্রেষ্ঠতম দেশ হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। আজ মঙ্গলবার বিকেলে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়া দশমী ও প্রতীমা বি'সর্জ'ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এলজিআরডি মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। সন্ত্রাস, চাঁদাবাজ, মা'দক কারবারি, জ'ঙ্গি'বাদের সঙ্গে কোনো ধরণের আপোষ নেই। অপরাধী যে দলেরই হোক তাকে ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠান শেষে সন্ধা সাড়ে ৭টার দিকে লাকসাম জগন্নাথ দীঘিতে প্রতীমা বি'স'র্জন দেওয়া হয়। এর আগে লাকসাম পৌর এলাকার ১৮টি পূজামণ্ডপ থেকে প্রতীমা এনে লাকসাম জগন্নাথ বাড়ির মাঠে জড়ো করা হয়। এ সময় হিন্দু ধর্মালম্বী নারি-পুরুষ, শিশু-কিশোরসহ ভক্তবৃন্দ দেবী দুর্গার মুখে পান-সিঁদুর দিয়ে দেবীকে শেষ বিদায় জানান।