কুমিল্লা থেকে : স্বামীর মৃ'ত্যুর পাঁচ ঘণ্টা পর মৃ'ত্যুর কোলে ঢলে পড়েন শো'কাতু'র স্ত্রীও। কুমিল্লায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামে এ ঘটনা ঘটে।
মৃ'ত্যু'বর'ণকারী দুইজন হলেন, উনকোট কেন্দ্রীয় মসজিদের সাবেক মুয়াজ্জিন আবদুল কাদের (৫৫) ও তার স্ত্রী সাফিয়া খাতুন (৪৮)।
আজ শুক্রবার সকালে জা'না'জা শেষে স্বামী-স্ত্রী দুই জনের ম'রদেহ পারিবারিক ক'ব'রস্থানে পাশাপাশি দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে আবদুল কাদের ও সন্ধ্যায় মা'রা যান সাফিয়া খাতুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রামের উনকোট কেন্দ্রীয় মসজিদের সাবেক মুয়াজ্জিন আব্দুল কাদের কিছুদিন ধরে অ'সুখে ভোগছিলেন। পরে গত বৃহস্পতিবার বেলা আড়াইটায় নিজ বাড়িতে মৃ'ত্যুব'রণ করেন তিনি। ওইদিন রাত সাড়ে ৮টা তার জা'না'জা ও দাফনের জন্য সময় নির্ধারণ করেন স্বজনেরা।
এদিকে, স্বামীকে হা'রি'য়ে শো'কাতুর সাফিয়া খাতুন বারবার মুর্ছা যাচ্ছিলেন। পরে সন্ধ্যা ৭টার দিকে অ'জ্ঞা'ন হয়ে পড়েন তিনি। অ'জ্ঞা'ন অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মা'রা যান সাফিয়া খাতুন। পরে শুক্রবার সকাল ৯টায় দুই জনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মজুমদার বলেন, আবদুল কাদের খুব ভালো মানুষ ছিলেন।