সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯, ১০:৩৯:২৩

এবার বাসের ভেতরে নম্বরযুক্ত স্টিকার, ৯৯৯-এ ফোন দিলেই পৌঁছে যাবে পুলিশ

এবার বাসের ভেতরে নম্বরযুক্ত স্টিকার, ৯৯৯-এ ফোন দিলেই পৌঁছে যাবে পুলিশ

কুমিল্লা: যাত্রীবাহী বাসে যাত্রীদের হ'য়রানি রোধে ও বাসের রেজিস্ট্রেশন নম্বর মনে রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে কুমিল্লা জেলা পুলিশ। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এমন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ কার্যক্রম শুরুর পর গত চারদিন পর্যায়ক্রমে জেলা পুলিশ থেকে সরবরাহকৃত গাড়ির নম্বরযুক্ত স্টিকার সব যাত্রীবাহী বাসে লাগিয়ে নিচ্ছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। পুলিশের এমন কার্যক্রমকে ধন্যবাদ জানিয়েছেন যাত্রী এবং পরিবহন মালিক, শ্রমিক ও নেতারা।

জেলা পুলিশ জানায়, বাসে যাত্রীদের হ'য়রানি, যেকোনো ধরনের অ'পরাধ সংগঠিত হওয়ার আগে কিংবা পরে অথবা কোনো বাস দু'র্ঘ'টনায় পড়লে অথবা যাত্রাপথে কোনো নারী যৌ'ন হয়রানির শি'কার হলে যাত্রীরা যাতে গাড়ির নম্বরসহ অবস্থান জানিয়ে তাৎক্ষণিক পুলিশের সেবা নিতে পারেন। সেজন্যই কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের উদ্যোগে প্রতিটি যাত্রীবাহী বাসের রেজিস্ট্রেশন নম্বর বাসের ভেতরে লাগিয়ে দেয়া হচ্ছে।

গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নগরীর জাঙ্গালিয়া ও শাসনগাছায় যাত্রীবাহী বাসের ভেতরে বাসের নম্বর লাগিয়ে দেয়ার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

এ সময় পুলিশের পক্ষ থেকে যাত্রীদের জানানো হয়, সড়কে চলাচলরত কোনো যাত্রীবাহী বাস ডা'কাতি কিংবা ছি'নতাইয়ের ক'বলে পড়লে ভেতরে থাকা যাত্রীরা যেন তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে ছি'নতাই কিংবা ডা'কাতির ক'বলে পড়া গাড়ির তথ্য দিতে পারবেন। এতে একদিকে চালকরা যেমন নির্বিঘ্নে যাত্রী পরিবহনের কাজ করতে পারবেন অন্যদিকে সড়কে ছি'নতাই-ডা'কাতি ও যাত্রী হ'য়রানি কমবে।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলাম বলেন, সাধারণত যাত্রীবাহী বাসের নম্বর প্লেট গাড়ির পেছনে ও সামনে থাকে, যা গাড়ির ভেতর থেকে দেখা সম্ভব নয়। তাই সড়কে চলাচলরত যাত্রীবাহী বাস যদি ছি'নতাই কিংবা ডা'কাতির ক'বলে পড়ে, অথবা বাসে কোনো যাত্রী হ'য়রানির শি'কার হলে বাসের ভেতরে থাকা যাত্রীরা গাড়ির নম্বর পুলিশকে নিশ্চিত করে জানাতে পারেন না। এমনকি জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দিয়ে গাড়ির নম্বর ও অবস্থান জানাতে পারেন না যাত্রীরা। এমন অবস্থায় পড়লে যাতে সহজেই যাত্রীরা দ্রুত সময়ের মধ্যে গাড়ির নম্বর ও অবস্থান পুলিশকে জানাতে পারেন সেই লক্ষ্যেই বাসের ভেতর নম্বর প্লেট লাগানো হয়েছে। এতে দারুণ সফলতা আসবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে