বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ০৫:৩১:৪৬

শাহজাহান খানের পুত্র ও এমপি বাহার-কন্যার বিয়েতে যত আয়োজন

শাহজাহান খানের পুত্র ও এমপি বাহার-কন্যার বিয়েতে যত আয়োজন

কুমিল্লা থেকে : কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের কন্যা আয়মান বাহার সোনালী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খানের পুত্র আসিবুর রহমান খানের বিবাহোত্তর সংবর্ধনায় বিশাল আয়োজন করা হয় কুমিল্লায়।

উক্ত অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মাহবুব উল আলম হানিফসহ তিনজন মন্ত্রী, বেশ কয়েকজন এমপিসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এমপি-কন্যার বিয়ে উপলক্ষ্যে বুধবার (২৫ ডিসেম্বর) কুমিল্লা সদর আসনের ১৫টি স্থানে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এসব স্থানে অন্তত ২০ হাজার লোক আপ্যায়িত হন।

জানা গেছে, বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিতদের জন্য আপ্যায়নের ব্যবস্থাপনা করা হয় কুমিল্লা ক্লাব, কুমিল্লা স্টেডিয়ামের জিমনেশিয়াম, কুমিল্লা স্টেশন ক্লাব, কুমিল্লা প্রেস ক্লাব, জেলা আইনজীবী সমিতি মিলনায়তন, নগরীর রাজগঞ্জ এলাকার ক্যাপসিকাম পার্টি সেন্টার, মুরাদপুর এলাকার গ্লোবাল কমিউনিটি সেন্টার, ঢুলিপাড়া এলাকায় অবস্থিত ফান টাউন, টমছমব্রিজ এলাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশন মিলনায়তন, বিজিবি কুমিল্লা সেক্টরের শালবন হলরুম, পুলিশ লাইনস্ শহীদ আর. আই. আবদুল হালিম মিলনায়তন ও পুলিশ ম্যাস, রেইসকোর্স এলাকার কিউ প্যালেস পার্টি সেন্টার, বাতাবাড়িয়া এলাকার আইরিশ হিল রেস্টুরেন্ট, রাণীর বাজার ফাইন্ড কমিউনিটি সেন্টারে।

খাবারের ম্যানুতে ছিলো পোলাউ, মুরগীর রোস্ট, খাসির মাংস, গরুর মাংস ও জর্দা। এছাড়া ভিআইপিদের জন্য ছিল বাড়তি আয়োজন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে