কুমিল্লা থেকে : কুমিল্লার লাকসামে নিজের মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় ওমর ফারুক (৩৬) নামক এক যুবকের বি'রু'দ্ধে থানায় অ'ভিযো'গ করেছেন মোরশিদা বেগম নামের এক নারী।
অভিযুক্ত ফারুক উপজেলার গোবিন্দপুর ইউপির দক্ষিণ চাঁদপুর গ্রামের আবদুল বারেকের ছেলে। অ'ভিযো'গকারী মোরশিদা বেগম জানান, আমার মেয়ের স্বামী প্রবাসে থাকার সুযোগে এক সন্তানের জনক ফারুক তার সাথে মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলে।
ফারুকের প্রলো'ভনে গত ২৫ ডিসেম্বর রাত ২টার দিকে সে নগদ ২ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে বাবার বাড়ি লাকসাম উপজেলার কোমড্ডা গ্রাম থেকে অজানার উদ্দে'শ্যে পালিয়ে যায়।
মোবাইল ফোনের মাধ্যমে ফারুকের নিকট এ বিষয়ে জানতে চাইলে সে আমাদেরকে হ'ত্যার হু'ম'কি দেয়। কোন উপায়ন্তর না দেখে আমি থানায় অ'ভিযো'গ দায়ের করেছি। মেয়েকে উ'দ্ধা'রে আমি প্রশাসনসহ সকলের সহযোগিতা চাই।
ওই নারীর অ'ভিযো'গের বিষয়ে চে'ষ্টা করেও অ'ভিযু'ক্ত ফারুকের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। লাকসাম থানার সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে অ'ভিযো'গ পেয়েছি। তাদের সন্ধান নি'শ্চি'তের চেষ্টা চলছে।