কুমিল্লা: কুমিল্লার লালমাইয়ে নিখোঁ'জের ছয় দিন পর পুকুর থেকে আবু সুফিয়ান সানি (৬) নামের এক শিশুর লা'শ উদ্ধা'র করেছে পুলিশ। উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের দক্ষিণ পালপাড়া গ্রামের লুৎফুর রহমানের পুকুর থেকে লা'শটি উদ্ধা'র করা হয়। নিহ'ত আবু সুফিয়ান সানি দক্ষিণ পালপাড়ার সৌদি প্রবাসী জুয়েল রানার একমাত্র ছেলে। সে পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী ছিল। রবিবার নিহ'তের দাদা আবদুল গনি বা'দী হয়ে নামসহ ১২ জন নামে এবং অজ্ঞা'ত চারজনের নামে মামলা দায়ের করেছেন।
পুলিশ ও নিহ'তের পরিবার সূত্রে জানা যায়, ২০১২ সালের ৮ মার্চ দক্ষিণ পালপাড়া গ্রামের আবদুল গনির ছেলে জুয়েল রানা প্রতিবেশী মোস্তফা কামালের মেয়ে মাহমুদা আক্তার খুকিকে গোপ'নে বিয়ে করে। দাম্প'ত্য জীবনে তাদের আবু সুফিয়ান সানির জন্ম হয়। তিন বছর পূর্বে জুয়েল রানা সৌদি আরব চলে যান। ২০১৮ সালের ৯ জুলাই জুয়েল রানাকে তালা'ক নোটি'শ দেন স্ত্রী মাহমুদা। কিছুদিন পর আবু সুফিয়ানকে তার দাদা আবদুল গনির হেফা'জতে রে'খে অন্যত্র বিয়ে করেন মাহমুদা। এসবের জে'রে দুই পরিবারের মাঝে দ্ব'ন্দ্ব সৃ'ষ্টি হয়। গত ৫ জানুয়ারি দুপুর থেকে আবু সুফিয়ান নিখোঁ'জ হয়েছে বলে লালমাই থানায় সাধারণ ডায়েরি করে তার দাদা আবদুল গনি। শনিবার সন্ধ্যায় পালপাড়া গ্রামের লুৎফুর রহমানের পুকুরে আবু সুফিয়ানের লা'শ ভা'সতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। লা'শটি উদ্ধা'র করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ম'র্গে প্রের'ণ করে পুলিশ। তার পা দুটি পুকুরে থাকা নেটের সাথে আট'কানো ছিল। শরীরে পচ'ন ধ'রেছে।
নিহ'তের দাদা আবদুল গনি বলেন, সুফিয়ানের নানার পরিবার ও আমাদের গ্রামের ইমান আলী গংদের সাথে আমার দ্ব'ন্দ্ব ও মা'মলা চল'মান। যে বা যারাই করুক আমি হ'ত্যাকারীদের ফাঁ'সি চাই।
স্থানীয় বেলঘর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার বলেন, এটা পরি'কল্পি'ত হ'ত্যাকা'ণ্ড। সু'ষ্ঠু তদ'ন্তের মাধ্যমে হ'ত্যাকারীদের আইনের আও'তায় আনার দাবি জানাচ্ছি।
লালমাই থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, লা'শ উদ্ধা'র করে ম'র্গে পাঠিয়েছি। ১২ জনের নামে মামলা হয়েছে। মৃ'ত্যুর রহ'স্য উদঘা'টনে থানা পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডি কাজ করছে।