বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০, ০১:২০:২৬

ফেলে যাওয়া বৃদ্ধার দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

ফেলে যাওয়া বৃদ্ধার দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

কুমিল্লা থেকে : দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে ফেলে যাওয়া বৃদ্ধা সাফিয়া বেগমের (৭০) দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান। সোমবার চিকিৎসা করার কথা বলে সাফিয়া বেগমের মেয়ে মিনা আক্তার তার মাকে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে ফেলে যান।

খবর পেয়ে দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ সাফিয়া বেগমকে দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মঙ্গলবার বিকালে বৃদ্ধা সাফিয়াকে হাসপাতালে দেখতে গিয়ে বয়স্ক ভাতার কার্ড করে দেয়া, এক লাখ টাকা মূল্যের একটি সরকারি বসতঘর, হুইল চেয়ার এবং বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার আশ্বাস দেন ইউএনও।

এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীনুর আলম সুমন এবং আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ জামাল উদ্দিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে