কুমিল্লা থেকে : কুমিল্লার মনোহরগঞ্জে এক প্রবাসীর স্ত্রী ও তার শিশু কন্যার রহ'স্যজনক মৃ'ত্যু হয়েছে। শনিবার উপজেলার মনোহরগঞ্জ উপজেলার নারারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। ২০১২ সালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নারারপাড় গ্রামের শাহজাহানের ছেলে বাহরাইন প্রবাসী আবদুর রহিমের সাথে পার্শ্ববর্তী সোনাইমুড়ি উপজেলার আলোকপাড়া গ্রামের মৃ'ত আবদুর রবের মেয়ে বকুল বেগম (৩০) এর বিয়ে হয়।
দাম্পত্য জীবনে তাদের রুপা আক্তার (৭) ও ফাতেমা আক্তার (৩) নামে দুই কন্যা সন্তান রয়েছে। এদিকে, শনিবার বি'ষপান অবস্থান স্থানীয়রা গৃহবধূ বকুল বেগম ও তার দুই কন্যা শিশু রুপা আক্তার ও ফাতেমা আক্তারকে উ'দ্ধার করে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক বকুল ও তার শিশু কন্যা ফাতেমাকে তা'ৎক্ষ'ণিক মৃ'ত ঘোষণা করেন।
এসময় মু'মূ'র্ষু অবস্থায় অপর শিশু কন্যা রুপা আক্তারকে নোয়াখালি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহ'ত বকুল বেগমের মা সামনা বেগমের অ'ভিযো'গ, শ্বশুর বাড়ির লোকজন আমার মেয়ে ও দুই নাতনিকে মা'রধ'র করে মুখে বি'ষ ঢেলে দিয়েছে। অ'ভিযো'গ বিষয়ে জানার চে'ষ্টা করা হলেও শ্বশুর শাহজাহানের পরিবারের কাউকে পাওয়া যায়নি।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেছবাহ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নি'শ্চিত করে বলেন, ''মা ও মেয়ের লা'শ উ'দ্ধা'র করে ময়'নাতদ'ন্তের জন্য ম'র্গে পাঠানো হয়েছে।'' এখনও পর্যন্ত মনোহরগঞ্জ থানায় কোনো মামলা হয়নি। তবে সোনাইমুড়ি থানায় এ বিষয়ে একটি অ'পমৃ'ত্যু মামলা হয়েছে বলে জানান সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সামাদ।