কুমিল্লা: কক্সবাজারের চকরিয়ায় এক বৃদ্ধকে টমটম থেকে না'মিয়ে জামা-কাপড় ছি'ড়ে ও বিব'স্ত্র করে নি'র্যা'তনের বিত'র্ক শেষ না হতেই এবার কুমিল্লার মনোহরগঞ্জে দুই ভাই মিলে সড়কের উপর রিকশার চেইন দিয়ে বৃদ্ধকে নির্ম'মভাবে পে'টানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে।
মারধরের শিকার বৃদ্ধ নূরুল আমিন (৭০) মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের ফুলপুকুরিয়া গ্রামের বাসিন্দা। ভিডিওতে দেখা যায়, নি'র্যা'তন থেকে বাঁ'চতে ওই বৃদ্ধ ‘মা, মাগো ও ভাতিজা’ বলে চিৎ'কার করলেও কেউ এ'গিয়ে আসেনি। পরে দৌঁ'ড়ে পা'লিয়ে তিনি র'ক্ষা চান। এরই মধ্যে এ ঘ'টনায় থানায় মামলা হলেও মঙ্গলবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ দুই ভাইকে আ'টক করতে পারেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্পত্তির বিরো'ধ নিয়ে আপন দুই ভাতিজা মাঈন উদ্দিন ও মনির হোসেন বৃদ্ধ চাচাকে পি'টিয়েছেন। অভি'যুক্ত মাঈন ও মনির ওই একই গ্রামের বাসিন্দা খোরশেদ আলমের ছেলে। মা'রধ'রের ঘ'টনাটি ঘ'টেছে স্থানীয় ফুলপুকুরিয়া গ্রামের মান্দারগাঁও বাজারের পাশে মনোহরগঞ্জ উপজেলা সড়কের উপর। পে'টানোর অভি'যোগে বৃদ্ধ নূরুল আমিন মনোহরগঞ্জ থানায় দুই অভি'যুক্তসহ চারজনের বিরুদ্ধে গত রোববার থানায় মামলা দায়ের করেন।
মনোহরগঞ্জ থানা পুলিশের তদ'ন্ত পরিদর্শক মাহবুবুল কবির জানান, গত ২ জুন সম্পত্তির বিরো'ধে সড়কের উপর এক বৃদ্ধকে মা'রধ'রের ভিডিওধা'রণ এবং ঘ'টনার সাথে স'ম্পৃ'ক্ততা থাকায় রাসেল নামে ওই ব্যক্তিকে আ'টক করা হয়।পরবর্তীতে দেখা গেল আ'টক ব্যক্তির বিরু'দ্ধে পূর্বে চুরির মা'মলা রয়েছে। ওই মাম'লায় তাকে গ্রেফ'তার দেখিয়ে জেল হাজতে পা'ঠানো হয়।
তিনি আরও জানান, মা'রধ'রের শি'কার বৃদ্ধ নূরুল আমিন ও তার ভাই খোরশেদ আলমের সাথে দীর্ঘদিন ধ'রে সম্পত্তি নিয়ে বিরো'ধ রয়েছে। পুকুরের পানি সেচ এবং মাছ নিয়ে নতুন বিরো'ধের জে'রে বৃদ্ধকে একা পেয়ে সড়কের উপর রিকশার চেইন দিয়ে নি'র্ম'মভাবে পি'টিয়ে আহ'ত করে খোরশেদ আলমের দুই ছেলে মাঈন ও মনির। মা'রধ'রের ভিডিওধা'রণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছে'ড়ে দেয়ায় এরই মধ্যে তা ভাইরাল হয়ে পড়েছে।
মনোহরগঞ্জ থানা পুলিশের ওসি মেসবাহ উদ্দিন ভুইয়া জানান, অভিযু'ক্ত মাঈন ও মনির এবং তাদের বাবা খোরশেদ আলমসহ চারজনের বিরু'দ্ধে মা'মলা করেছে মা'রধ'রের শি'কার বৃদ্ধ নূরুল আমিন। পুলিশ ঘ'টনাস্থ'লে গিয়ে আসা'মিদের পায়নি। তারা প'লা'তক রয়েছে। বৃদ্ধকে মা'রধ'রের ঘ'টনার সাথে জ'ড়িত সবাইকে গ্রেফ'তারের জন্য পুলিশ মাঠে অভি'যান চা'লাচ্ছে। তাদেরকে আইনে আও'তায় আনা হবে।
এদিকে প্রকা'শ্যে ওই বৃদ্ধকে নি'র্যাত'নের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ঘ'টনার সাথে জ'ড়ি'তদের অবিল'ম্বে গ্রেফতার ও বিচার দা'বি করেছেন স্থানীয় লোকজন।