বুধবার, ২২ জুলাই, ২০২০, ১০:৪১:২৬

র‌্যাবের অভি'যানে নকল ওষুধ উ'দ্ধার, ফার্মেসিকে আড়াই লাখ টাকা জ'রিমানা

র‌্যাবের অভি'যানে নকল ওষুধ উ'দ্ধার, ফার্মেসিকে আড়াই লাখ টাকা জ'রিমানা

কুমিল্লা: কুমিল্লায় অভি'যান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও অননুমোদিত ওষুধ উ'দ্ধার এবং একটি ফার্মেসিকে আড়াই লাখ টাকা জ'রিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের(র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। কুমিল্লার আলেখার চরে মেডিসিন কমপ্লেক্সের কেয়ার অ্যান্ড কিউর ফার্মেসিকে আড়াই লাখ টাকা জ'রিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ।

র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৬টার দিকে কুমিল্লা সদর উপজেলার আলেখারচর এলাকায় কুমিল্লা মেডিসিন কমপ্লেক্স নামের ওষুধের পাইকারি মার্কেটের কেয়ার অ্যান্ড কিউর নামে ওষুধের দোকানটি অভি'যান পরিচালনা করা হয়। সেখান থেকে বিপুল পরিমাণ স্যাকলো ও অননুমোদিত বিভিন্ন ধরনের নকল ওষুধ জ'ব্দ করেছে র‌্যাব-১১।

এসময় উপস্থিত ছিলেন, র‌্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুস ছাকিব, ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো. শফিকুর রহমান প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে