কুমিল্লা থেকে : ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে কটা'ক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কমেন্টের মাধ্যমে সমর্থন করার অজুহাতে কুমিল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভা'ঙচুর ও অ'গ্নিসংযোগের করেছে স্থানীয় একদল বাসিন্দা।
রবিবার (১ নভেম্বর) বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার ৪নং পূর্ব ধইর ইউনিয়নের কোরবানপুর গ্রামে এ ঘ'টনা ঘ'টে। এতে সেখানকার হিন্দু পরিবারের মধ্যে আত'ঙ্ক তৈরি হয়েছে। ভাঙ'চুর ও অ'গ্নিসংযোগের বিষয়টি নি'শ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিমুল আহসান।
জানা গেছে, আ'গুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান বনকুমার শিবের অফিস। হা'মলা ও ভা'ঙচুর চালানো হয়েছে ৯/১০টি পরিবারের বসতঘরে। আ'গুন নিয়'ন্ত্রণে আনতে কাজ করেছে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা। এদিকে বাড়িঘর ভা'ঙচুর ও অ'গ্নিসং'যোগের ছবি ও ভিডিও মু'হূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরি'স্থিতি নিয়'ন্ত্রণে আনতে তাৎ'ক্ষ'ণিকভাবে ছুটে যায় স্থানীয় বাঙ্গরা থানার পুলিশ। এরপর কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ঘ'টনাস্থলে ছুটে যান।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিমুল আহসান জানান, ওই ঘটনার রেশ ধরে রবিবার বিকালে কোরবানপুরের স্থানীয় একদল বাসিন্দা স্থানীয় ইউপি চেয়ারম্যান বনকুমার শিবের অফিস, শংকর দেবনাথের বাড়িঘরে অগ্নিসংযোগ এবং বেশ কিছু ঘরবাড়ি ভাঙ'চুর করে। আ'গুন নিয়'ন্ত্রণে আনতে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করেছে। অতি'রিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ প্রশাসনিক কর্মকর্তা ঘ'টনাস্থলে গিয়েছেন।