সোমবার, ৩১ মে, ২০২১, ০৯:৩০:০৯

যুবকদের রং নম্বরে টার্গেট করত এই নারী চক্র!

যুবকদের রং নম্বরে টার্গেট করত এই নারী চক্র!

নিউজ ডেস্ক: ভয়ানক এক প্রতারণা চক্রের সন্ধান পেল কুমিল্লার ডিবি পুলিশ। চৌদ্দগ্রামে রং নম্বরে প্রেমের ফাঁদে ফেলে ইয়াছিন মিয়াকে অপহরণ করে মুক্তিপণ দাবি করায় নারীসহ ৬ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত রোববার বিকেলে কুমিল্লা নগরীর গোবিন্দপুরের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম।

এদিকে অপহরণের শিকার ইয়াছিন চৌদ্দগ্রাম শ্রীপুর বাগৈ গ্রামের আকমত আলীর ছেলে। তিনি পেশায় রংমিস্ত্রি।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দিশাবন্দ এলাকার সাহেব আলীর ছেলে জুম্মন মিয়া, নগরীর দক্ষিণ চর্থা মাস্টার বাড়ির কানু মিয়ার ছেলে মাহবুব মিয়া, কুমিল্লা সদর উপজেলার ঝাকুনিপাড়া চাপাপুর এলাকার মোস্তফার ছেলে রাসেল, নগরীর সংরাইশ এলাকার আলমের স্ত্রী আরজু বেগম, নূরপুর এলাকার সুমনের স্ত্রী সেলিনা আক্তার এবং নবগ্রাম এলাকার মো. সুমনের স্ত্রী জ্যোস্না বেগম।

উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস পিপিএম বলেন, এই অপহরণচক্রের নারী সদস্য পূব-পরিকল্পিতভাবে ইয়াছিনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে কুমিল্লা শহরে এসে দেখা করার অনুরোধ করেন। রোববার (৩০ মে) সকাল ১০টার দিকে ইয়াছিন ব্যক্তিগত কাজে কুমিল্লা নগরীতে এলে টমছম ব্রিজ থেকে কৌশলে তাকে ভাড়া বাসায় নিয়ে যায়।

পরবর্তী সময়ে তারা ইয়াছিনের স্বজনদের কাছে মোবাইলে ফোন করে মুক্তিপণ দাবি করে। এ সময় তার পরিবার বিষয়টি জেলা ডিবি পুলিশকে জানালে অভিযান পরিচালনা করে চক্রের ৬ সদস্যকে আটক করে। একই সময় সেখান থেকে অপহৃত যুবক ইয়াছিনকে উদ্ধার করা হয়।

এই ব্যাপারে তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। দীর্ঘদিন ধরে এই চক্র ভালোবাসার ফাঁদে ফেলে যুবকদের জিম্মি করে মুক্তিপণ আদায় করতেন। তাদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে