বুধবার, ০৬ অক্টোবর, ২০২১, ০৩:০২:০৯

ঘুমের ওষুধ খাইয়ে পুত্রবধূকে অচেতন করে ধর্ষণ

ঘুমের ওষুধ খাইয়ে পুত্রবধূকে অচেতন করে ধর্ষণ

কুমিল্লা নগরীর বিষ্ণুপুর এলাকায় ঘুমের ওষুধ খা'ইয়ে বু'দ্ধি প্র'তিব'ন্ধি ছেলের স্ত্রীকে ধ'র্ষ'ণের ঘ'টনায় অভিযু'ক্ত শ্বশুর জামিনে এসে পুত্রবধূকে পুনরায় হ'ত্যার চেষ্টা চালিয়েছে। এ ঘ'টনায় ভু'ক্তভো'গী ওই নারী কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় জীবনের নি'রাপ'ত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন।

জানা গেছে, নগরীর ১নং ওয়ার্ডের বিষ্ণুপুর এলাকার মৃ'ত হযরত আলীর ছেলে বাচ্চু মিয়া রুমি (৪৫) বু'দ্ধি প্র'তিব'ন্ধি ছেলে নূরুল ইসলামের সঙ্গে ২০১৯ সালে জানুয়ারী মাসে নগরীর ১৮ নং ওয়ার্ডের একটি মেয়ের বিয়ে হয়।

নূরুল ইসলাম বু'দ্ধি প্র'তিব'ন্ধী হওয়ায় পুত্রবধূর উপর কু'ন'জর পড়ে বাচ্চু মিয়ার। বিভিন্ন সময় কু'প্র'স্তাব দেয় পুত্রবধূকে। পরে কৌ'শ'লে খাবারের সাথে ঘু'মের ও'ষুধ খাইয়ে পুত্রবধূকে অ'চে'ত'ন করে ধ'র্ষ'ণ করে শ্বশুর বাচ্চু মিয়া। একাধিকবার এ ঘ'টনা ঘ'টার পর পুত্রবধূ বিষয়টি বুঝতে পেরে তার শাশুড়িকে জানান।

শ্বশুরের হাত থেকে বাঁ'চতে স্বামীকে নিয়ে অন্যত্র হাউজিং এস্টেট এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে সে নারী। গত বছরের ২০ অক্টোবর রাত ১০টায় বাচ্চু মিয়া ভাড়া বাড়িতে প্রবেশ করে পুনরায় পুত্রবধূকে জো'র পূ'র্বক ধ'র্ষ'ণ করে। ধ'র্ষি'তার চিৎ'কা'রে স্থানীয় লোকজন এ'কত্রি'ত হয়ে বাচ্চু মিয়াকে আ'ট'ক করা হয়।

এ ঘ'টনায় ভু'ক্তভো'গী নারী কুমিল্লা আদালতে সরকারি খরচে আইনগত সহায়তা কেন্দ্রের মাধ্যমে আদালতে অভিযোগ দায়ের করা হয়। আদালত বিষটি আমলে নিয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশকে এফএআর দা'য়ের করার নির্দেশ প্রদান করেন। পরে পুলিশ আসামি বাচ্চু মিয়াকে আ'ট'ক করে আদালতের মাধ্যমে জে'ল হা'জতে প্রেরণ করেন।

সম্প্রতি সময়ে বাচ্চু মিয়া জা'মিনে বের হয়ে মা'মলাটি তু'লে নেয়ার জন্য বিভিন্ন লোকের মাধ্যমে ওই নারীকে হু'ম'কি দিতে থাকেন। গত শনিবার বিকেলে ভু'ক্তভো'গী ওই নারী হাউজিং এস্টেট এর গোল মার্কেট এলাকায় বাজার করতে গেলে বাচ্চু মিয়া তার উপর হা'ম'লা চা'লায়। এসময় স্থানীয় লোকজনের স'হা'য়তায় র'ক্ষা পায় ওই নারী। এ ঘ'টনায় গত সোমবার সন্ধ্যায় ওই নারী কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ভু'ক্তভো'গী ওই নারী বলেন, বাচ্চু মিয়া ও তার সহযোগীরা তাকে হ'ত্যার জন্য ঘু'রে বেড়াচ্ছে। মা'মলা তু'লে না নিলে তাকে ও তার পরিবারের সদস্যদের হ'ত্যার হু'ম'কি দিয়ে আসছে। সে নি'রাপ'ত্তাহী'নতায় ভু'গছেন।

বাদী পক্ষের আইনজীবী তাহমিনা বেগম বলেন, ভু'ক্তভো'গী ওই নারী একেবারে অ'স'চ্ছল। তাই সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে। আ'সা'মিরা জা'মিনে গিয়ে বাদীকে হ'ত্যার চে'ষ্টা চালিয়েছে। আমরা আদালতের কাছে আসামির জা'মিন বা'তিল করার জন্য আবেদন করবো।

এবিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনওয়ারুল আজিম বলেন, মামলাটি ত'দ'ন্ত করে অ'ভিযু'ক্তদের বিরুদ্ধে চা'র্জশি'ট আদালতে প্রেরণ করা হয়েছে। ভু'ক্তভো'গী ওই নারীর অ'ভি'যোগের প্রে'ক্ষি'তে সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্ব নিয়ে দেখা হচ্ছে।-আরটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে