 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
কুমিল্লার লাকসামে স্বামীর মৃত্যুর শোকে কিছু সময়ের মধ্যে স্ত্রীও মারা গেছেন। আজ রবিবার সাড়ে ৭টায় পৌরসভার শ্রীপুর গ্রামে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্রীপুর গ্রামের মরহুম নোয়াব আলী অ্যাডভোকেট এর বড় ছেলে মো. শাহজাহান (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় ইন্তেকাল করেন। স্বামীর মৃত্যু শোক সইতে না পেরে কিছু সময়ের মধ্যে স্ত্রী কোহিনুর বেগমও (৪৫) মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।