বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর, ২০২১, ১০:৪৫:৪৭

তাহাজ্জুদের নামাজ পড়তে অজু করার জন্য উঠে দেখলেন দরজার সামনে ডাকাতের দল!

তাহাজ্জুদের নামাজ পড়তে অজু করার জন্য উঠে দেখলেন দরজার সামনে ডাকাতের দল!

কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের মধ্য লক্ষ্মীপুর গ্রামের সাবেক মেম্বার আবদুল মান্নানের বাড়ির আনোয়ার হোসেনের ঘরে ডাকাতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় মেম্বার মোহাম্মদ মমতাজ বৃহস্পতিবার জানান, বুধবার রাতে আনোয়ার ও তার স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়তে অজু করার জন্য দরজা খোলেন। দরজা খুলেতেই ৫-৬ জন ডাকাত ঘরে ঢু'কে পড়ে। তারা আনোয়ারের মুখে উড়না দিয়ে ও হাতে দ'ড়ি দিয়ে বেঁ'ধে ফে'লে। তার ছেলে রুবেল হোসেনকে (২৬) চেয়ারের সাথে বেঁ'ধে ফে'লে। আনোয়ারের স্ত্রী ও তার ছেলের বউকেও বেঁ'ধে ফেলে। তারপর ডাকাতদল ঘরে থাকা লাখ দেড়েক নগদ টাকা, তিনটি মোবাইল ফোন ও ৯ ভরি স্বর্ণ নিয়ে চলে যায়। 

তিনি আরও জানান, এ ঘটনায় পাশের বেকি গ্রামে একজন ডাকাতকে আ'টক করা হয়েছে। তার কাছে আনোয়ারের ছেলে রুবেলের মোবাইলফোন ও দেশীয় অ'স্ত্র পাওয়া গেছে। ডাকাতদল যাওয়ার সময় স্থানীয় তিনজনকে ছু'রিকা'ঘা'ত করে। তাদের একজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি আছে। তার অবস্থা আশ'ঙ্কাজনক। দুজন কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি আছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, একজন ডাকাতকে আ'টক করেছে স্থানীয়রা। তাকে থানায় আনা হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে