কুমিল্লা থেকে : বড়শিতে ৩৭ কেজি ওজনের একটি ব্ল্যাক কার্প প্রজাতির মাছ ধরা পড়েছে। বিষয়টি নগরজুড়ে ছড়িয়ে পড়লে মাছটি দেখতে ভিড় জমান উৎসুক জনতা। সোমবার (১০ জানুয়ারি) রাত ১২টার দিকে ঘটনাটি ঘটেছে কুমিল্লার ঐতিহ্যবাহী ধর্মসাগর দিঘিতে।
নগরের কাপড় ব্যবসায়ী, পুকুরের ইজারাদার ও মুনসেফ বাড়ির বাসন্দিা মো. জায়েদ উল্লাহ রিপনের বড়শিতে মাছটি ধরা পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়ী জায়েদ উল্লাহ রিপন সন্ধ্যায় ধর্মসাগরে শখের বসে বড়শি ফেলেন। রাত ১২টার দিকে হঠাৎ তার বড়শিতে মাছটি ধরা পড়ে। পরে পানি থেকে তুলে দেখতে পান বিশাল আকৃতির একটি ব্ল্যাক কার্প। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে মাছটির ওজন করলে ৩৭ কেজি হয়।