এমটি নিউজ ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৪১ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার মোকরা ইউনিয়নের বিরলি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেব দাস দেব।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের আনোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যক্তি শীতকালীন মেলার মৌসুমে খেলনা বেলুন বিক্রয় করে থাকেন। তিনি তার বাড়িতে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে বেলুন তৈরি করে থাকেন। বৃহস্পতিবার বিকালে তিনি হাইড্রোজেন গ্যাস তৈরি ও তার মাধ্যমে বেলুন ফুলাচ্ছিলেন। তখন বেশ কয়েকজন শিশু-কিশোর আগ্রহ নিয়ে দৃশ্যটি দেখছিল। বেলুনে গ্যাস ঢুুকানোর সময় আকস্মিক বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে বেলুন বিক্রেতা আনোয়ার হোসেনসহ বাকিরা আহত হন।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেব দাস দেব জানান, ৪১ জন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। হাসপাতালে আসা পর্যন্ত কেউ মারা যাননি। তবে ৩৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষ কুমিল্লায় রেফার করা হয়েছে। তিনজন এখানে চিকিৎসা নিচ্ছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, খবর পেয়ে নাঙ্গলকোট থানার পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।