এমটি নিউজ ডেস্ক : কুমিল্লার মুরাদনগরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সেখানে বেইলি ব্রিজ ভেঙে বালুবোঝাই একটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা খালে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ-নবীনগর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে মুরাদনগর ও পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় যাতায়াতকারী যাত্রীরা পড়েছেন বিপাকে।
শুক্রবার (১৩ মে) বিকেলে উপজেলার আকুবপুর ইউনিয়নের কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের কড়ুইবাড়ি খালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেইলি ব্রিজটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ ছিল। শুক্রবার বিকেলে ব্রিজে বালুবোঝাই একটি ট্রাক ওঠে, একই সময় অপরদিক থেকে একটি অটোরিকশা উঠলে বেইলি ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। এ সময় ট্রাক ও অটোরিকশায় থাকা ৬ জন আহত হন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সড়কে যান চলাচল আপাতত বন্ধ থাকবে। শনিবার থেকে পুরাতন ব্রিজটি অপসারণ করে নতুনভাবে নির্মাণ করা হবে।
সড়ক ও জনপথ কুমিল্লার উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্রিজটির মেরামত কাজ চলছে। দ্রুততম সময়ের মধ্যে যাতায়াত কারী যাত্রীদের জন্য খুলে দেয়া হবে।