এমটি নিউজ২৪ ডেস্ক : কুমিল্লায় প্রশাসনের হস্তক্ষেপে এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। এ সময় বরযাত্রীর জন্য রান্না করা খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে পার্শ্ববর্তী এতিমখানায়।
বৃহস্পতিবার দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউপির ভবানীপুর গ্রামে কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভবানীপুর গ্রামের মোসলেম মিয়ার মেয়ে মাহিনুর আক্তার প্রীতির (১৬) সঙ্গে জেলার বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মোবারক হোসেনের বিয়ের প্রস্তুতি চলছিল। গোপনে এ সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এতে জন্মনিবন্ধন যাচাই করে কনের বয়স দেখা যায় ১৬ বছর। এছাড়া সে দশম শ্রেণির ছাত্রী। প্রচলিত আইন অনুযায়ী কনের বয়স ১৮ বছর না হওয়ায় বিয়েটি বন্ধ করে দেওয়া হয়।
এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিয়েবাড়ি থেকে বরপক্ষের লোকজন পালিয়ে যান। পরে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে কনের বাবা মোসলেম মিয়ার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান বলেন, কনের বয়স ১৮ বছর না হওয়ায় বিয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় বরপক্ষ পালিয়ে যাওয়ায় তাদের খাবার পার্শ্ববর্তী বাহারুল উলুম এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে।