কুমিল্লা : কুমিল্লায় ৪২ টাকা থেকে ৪৫ টাকার এক হালি ডিম ৫১ টাকা বিক্রি করায় একটি সুপার শপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার নগরীর বাদুরতলা এলাকার একটি সুপার শপকে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ আছাদুল ইসলাম ।
তিনি বলেন, অযোৗক্তিক ভাবে ৪২ টাকা থেকে ৪৫ টাকার এক হালি ডিম ৫১ টাকা বিক্রি করায় নগরীর বাদুরতলা এলাকার একটি সুপার শপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বেশি দামে আলু বিক্রি করায় রানীর বাজার এলাকায় এক হাজার টাকা এবং সবজির দোকানকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
মোট তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ওইসব এলাকার অন্যান্য সুপার শপ, ডিম ও মুরগির বাজারে তদারকি কার্যক্রম চালানো হয়। ব্যবসায়ীদের আমরা সতর্ক করেছি ভোক্তার অধিকার হরণের চেষ্টা করবেন না। অনিয়ম পেলেই ব্যবস্থা নেয়া হবে।