কুমিল্লা: আর্জেন্টিনা সমর্থকদের হারিয়ে দিল ব্রাজিলের সমর্থকরা! কুমিল্লার বরুড়া উপজেলার বরুড়া পৌরসভার কসামি এলাকায় আর্জেন্টিনা সমর্থকদের তৈরি ৭০ হাতের পতাকার সঙ্গে পাল্লা দিতে ৫০০ হাতের পতাকা তৈরি করেছে ব্রাজিলের সমর্থকরা।
রোববার (১৩ নভেম্বর) বিকেলে ওই এলাকায় এ পতাকা প্রদর্শন করেন তারা। এ সময় আনন্দে মেতে ওঠেন ফুটবলপ্রেমীরা।
জানা গেছে, রোববার বিকেলে কসামি ব্রাজিল ফ্যানস নামক একটি সংগঠনের পক্ষ থেকে ৫০০ হাতের ওই পতাকা প্রদর্শন করা হয়। সংগঠনের সদস্য গাজী দেলোয়ার হোসেন, গাজী জামাল হোসেন, জহির হোসেনের অর্থায়নে এ পতাকা তৈরি করা হয়েছে। প্রদর্শন শেষে তা কসামি সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে গাছের সঙ্গে টানানো হয়।
গাজী দেলোয়ার হোসেন নামে এক ব্রাজিল সমর্থক জানান, পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলের খেলা আমার খুব ভালো লাগে। সে জন্য আমি ব্রাজিলকে সমর্থন করি। সেই সমর্থনের জেরে আজ ৫০০ হাতের পতাকা টানিয়েছি।
এ বিষয়ে বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, বিশ্বকাপ ফুটবল উন্মাদনা নিয়ে প্রতি আসরে পছন্দের দলকে সমর্থন জানিয়ে ভক্তরা ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেন। ভালবাসা প্রদর্শন করতে গিয়ে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।