বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ১২:৫৫:৪২

পাশেই পড়ে আছে স্ত্রীর নিথর দেহ, রক্তমাখা ব্যাগ হাতে স্বামীর বিলাপ

পাশেই পড়ে আছে স্ত্রীর নিথর দেহ, রক্তমাখা ব্যাগ হাতে স্বামীর বিলাপ

এমটি নিউজ২৪ ডেস্ক : রক্তমাখা ব্যাগ হাতে স্বামী রবিউলের বিলাপ। পাশেই পড়ে আছে স্ত্রী ইভার নিথর দেহ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিশ্চিন্তপুরে অজ্ঞাত লরির চাপায় স্বামীর সামনেই প্রাণ হারিয়েছেন স্ত্রী ইভা (২০)।

এসময় মোটরসাইকেল চালক স্বামী রবিউল আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইভা সেনানিবাস এলাকার ময়নামতি আকাবপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকার নিশ্চিন্তপুরে উল্টো পথে আসা একটি মোটরসাইকেলকে অজ্ঞাত একটি লরি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ইভা মারা যান। এছাড়া মোটরসাইকেল চালক স্বামী রবিউল আহত হন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে