শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ১০:২১:৪০

এই ৬ নারী মিলে টার্গেটকে ঘিরে ফেলে! কিছু বুঝে ওঠার আগেই...

এই ৬ নারী মিলে টার্গেটকে ঘিরে ফেলে! কিছু বুঝে ওঠার আগেই...

এমটিনিউজ২৪ ডেস্ক : কখনও ভাড়াটিয়া, কখনও যানবাহনের যাত্রী সেজে চুরি করা একটি চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে কুমিল্লার বিজয়পুর ইউনিয়নের মোহনপুর গ্রামের আবুল কালামের ভাড়া ঘর থেকে তাদের গ্রেফতার করে সদর দক্ষিণ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছয়টি সোনার চেইন, একটি সোনার আংটি, ৯টি শাঁখা (বালা) উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধর মণ্ডল গ্রামের রুক্কু মিয়ার মেয়ে জুয়েনা বেগম (২৫), কোহিনুর বেগম (৩০) ও রিনা বেগম (৩২), মৃত জহির মিয়ার মেয়ে রুনা বেগম (২৫), দুখু মিয়ার মেয়ে রোজিনা বেগম (৩০) ও ইউনুছ মিয়ার মেয়ে আকলিমা বেগম(২৮)।

বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ থানার ওসি দেবশিষ চৌধুরী বলেন, আমরা খবর নিয়ে জানতে পেরেছি, এই চক্রের প্রত্যেক সদস্যের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় ৫-৭টি মামলা রয়েছে। তারা ধরা পড়লে মামলা হয়। এরপর জেলে যায়। সেখান থেকে বের হয়ে আবারও একই অপরাধে লিপ্ত হয়।

তিনি বলেন, তাদের কাছ থেকেই জানতে পেরেছি, তারা নিজ এলাকা থেকে এসে মাহফিল, মেলা, সমাবেশ, পূজা, বিয়ের অনুষ্ঠান, সুন্নতে খাতনার অনুষ্ঠানসহ জনবহুল এলাকায় পূর্বে থেকে বাসা ভাড়া নেয়। সেখানে তারা খড়, চাটাই অথবা পত্রিকা বিছিয়ে রাত পার করে। সেখানে থেকে নিজের চুরির লক্ষ্য ঠিক করে। পরে তারা ছয় জন মিলে জনবহুল ওই স্থানে গিয়ে টার্গেটকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই চুরি করে লাপাত্তা হয়ে যায়। আর ওই বাসায় ফেরে না। তারা যানবাহনে যাত্রী বেশে গিয়ে মহিলা যাত্রীদের কাছ থেকেও স্বর্ণালঙ্কার চুরি করতো।

ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটকের পর তারা নিজেদের ঘরে রাখা স্বর্ণালংকার পুলিশকে দেখিয়ে দেয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে