শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:৪৪:৫৫

সংসারের অভাব-অনটন, রিকশা চালিয়েও এইচএসসিতে জিপিএ-৫

সংসারের অভাব-অনটন, রিকশা চালিয়েও এইচএসসিতে জিপিএ-৫

এমটিনিউজ২৪ ডেস্ক : সংসারের অভাব-অনটন। তাই বাবার পাশাপাশি সংসারের হাল ধরতে পরিবারের ছোট ছেলে মাসুদ রানা চালিয়েছে রিকশা। রিকশা চালানোর পাশাপাশি লেখাপড়া চালিয়ে অংশ নেন এবারের এইচএসসি পরীক্ষায়। সে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন একমাত্র সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে উপজেলার নাগাইশ গ্রামের সানু মিয়ার ছোট ছেলে। 

জানা যায়, বাবা-মাকে নিয়ে আটজনের পরিবার তার। বাবা সানু মিয়া মৎস্য ব্যবসা করতেন। আর ব্যবসার পরে বাকি সময় বাড়ির পাশে একটু চায়ের দোকান দিয়েছেন। দোকানে ও সময় দেন।  তাতেও তাদের সংসারের অভাব-অনটন যেন পিছু ছাড়ছে না। বাবার ব্যবসায় ক্ষতি পুষিয়ে নিতে ও সংসারের হাল ধরে মাসুদ রানা। রাতে কিংবা মাঝে মাঝে রিকশা চালিয়ে উপার্জনের টাকা তুলে দিত বাবার হাতে।

মাসুদ বলেন, আমরা গ্রামে বাস করতাম। সেখানে জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় পাশ করি। রিকশা চালিয়ে বাবার একার পক্ষে সংসার চালানো, আমার ও ছোট বোনদের পড়ালেখা এবং পাওনাদারদের টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছিল না।

দুই ভাই বোনের লেখাপড়ার পাশাপাশি আমি রিকশা চালানোর সিদ্ধান্ত নেই। দিনে ক্লাশ করে সন্ধ্যায়  রিকশা চালাতাম। রিকশা চালিয়ে পাওনাদারদের টাকা পরিশোধ ও নিজের ও ছোট বোনের লেখাপড়ার খরচ চালিয়েছি। 

আমার এই অর্জন সম্ভব হয়েছে শুধু আমার মা-বাবা ও ভাইরাসহ আমাদের কলেজের পিন্সিপাল স্যার ও জাহাঙ্গীর আলম এবং রুহুল আমিনসহ অন্যান্য স্যারের জন্য। কলেজে ভর্তি হওয়ার পর থেকেই স্যারেরা আমাকে বিভিন্ন পরার্মশ ও লেখাপড়ার মান উন্নয়নের জন্য দিকনির্দেশনা ও অনুপ্রেরণাও দিতেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে