সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ০২:০৬:৩৫

ট্রেন দুর্ঘটনায় ইসির ১২ কর্মকর্তা আহত, প্রাণে বেঁচে যা বললেন সিনিয়র সহকারী সচিব

ট্রেন দুর্ঘটনায় ইসির ১২ কর্মকর্তা আহত, প্রাণে বেঁচে যা বললেন সিনিয়র সহকারী সচিব

এমটিনিউজ২৪ ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুরে দুটি ট্রেনের সংঘর্ষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ১২ কর্মকর্তা আহত হওয়ার খবর পাওয়া গেছে। চট্টগ্রাম-৮ উপনির্বাচনের প্রশিক্ষণ শেষে ওই ১২ জন কর্মকর্তা সোনার বাংলা ট্রেনে ঢাকায় ফিরছিলেন।

ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম।তিনি বলেন, আল্লাহর অশেষ রহমত ও সবার দোয়ায় প্রাণে বেঁচে আছি। আমরা সব কিছুর নিচে চাপা পড়েছিলাম। পরে লোকজন আমাদেরকে টেনে বের করে এনেছে। এমনিতে শরীরে আঘাত পেলেও তা খুব গুরুতর নয়। আল্লাহ আমাদের উদ্ধার করেছেন।

রৌশন আরা বেগম আরও বলেন, ট্রেনে আমরা ১২ জন ছিলাম। আপাতত আমরা একটি দোকানে আশ্রয় নিয়েছি। আমাদের নেওয়ার জন্য কুমিল্লা জেলা নির্বাচন অফিসের গাড়ি আসছে।

আহত ইসি কর্মকর্তাদের মধ্যে আরও রয়েছেন- সিনিয়র সহকারী সচিব মোহাম্মাদ নাজিম উদ্দিন, সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান, আইসিটির সিস্টেম এনালিস্ট মামুনুর হোসেন, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার পিএস হাবিবা আক্তার, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহকারী প্রোগ্রামার শুধাংশু কুমার সরকার, এনআইডি উইংয়ের ফারজানা লিজা, রাঙ্গামাটি জেলার এক উপজেলা নির্বাচন অফিসার আমিনুল ইসলাম এবং বাকিরা আইসিটি অনুবিভাগের।

উল্লেখ্য, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মালবাহী ট্রেনের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘সোনার বাংলা’ এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে যাত্রীবাহী ট্রেনটির অন্তত সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় অর্ধশত মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পরপরই ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে