শুক্রবার, ০৯ জুন, ২০২৩, ০২:৩১:২৭

চোখের পানি ফেলে বৃষ্টির জন্য দোয়ার মধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

চোখের পানি ফেলে বৃষ্টির জন্য দোয়ার মধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

এমটিনিউজ২৪ ডেস্ক : হোমনায় অসহনীয় গরমে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হোমনা পৌরসভার ২নং বাগমারা গ্রামের হ্যালিপ্যাড মাঠে এ নামাজ আদায় করা হয়।

বাগমারা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ইসতিসকার নামাজে ইমামতি করেন বাগমারা ছিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসার সাবেক মুহ্তামিম এবং আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার মোহতামিম মুফতি নুরুজ্জামান। আলোচনা করেন মুফতি রাকিবুল ইসরাম, হাফেজ আবদুছ ছালাম, মাওরানা মো. ইসমাইল, মাওলানা আবদুল্লা কাসেমী প্রমুখ।

নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। একই সঙ্গে চোখের পানি ফেলে বৃষ্টির জন্য আল্লার দরবারে দোয়া করেন মুসল্লিরা। এ সময় মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। 

মুসল্লিরা জানান, গত কয়েক দিন ধরে হোমনায় দাবদাহে পুড়ছে সব শ্রেণি-পেশার মানুষ। এর সঙ্গে যুক্ত হয়েছে অতিমাত্রায় লোডশেডিং। প্রচণ্ড গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। রোদে কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠছেন মানুষ। 

এদিকে সকাল ১০টার দিকে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ শেষে প্রায় ২০ মিনিট পর্যন্ত দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনার সময় হালকা বাতাস বইতে শুরু করে। এরপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে থাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে