রবিবার, ১১ জুন, ২০২৩, ০৯:২৬:২৩

দুর্ঘটনায় খেলোয়াড়দের গাড়ি, ২ জনের মৃত্যু

দুর্ঘটনায় খেলোয়াড়দের গাড়ি, ২ জনের মৃত্যু

এমটিনিউজ ডেস্ক : কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পিকআপচালকসহ দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে অন্তত ৯ জন। যাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার জোড়কানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো পিকআপের চালক মোর্শেদুল আলম (৩০) ও ১৭ বছর বয়সী কিশোর মো. সৈকত। তাদের দুজনের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায়। তাদের মধ্যে মোর্শেদুল ওই এলাকার আলী আহমেদ এবং সৈকত একই এলাকার জয়নাল আবেদীন মোহনের ছেলে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রবিবার সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ‘ওই পিকআপে করে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ মাঠে অনূর্ধ্ব ১৭ দলের ফুটবল টুর্নামেন্ট খেলায় যাচ্ছিল একদল কিশোর। জোড়কানন এলাকায় এলে পিকআপের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পিকআপে থাকা সবাইকে দ্রুত কুমিল্লা মেডিক্যালে পাঠানো হয়।

শুনেছি হাসপাতালে নেওয়ার পর দুজন মারা গেছে।’ সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত দুজন মারা গেছে। অবস্থা আশঙ্কাজনক, এমন দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। কুমিল্লা মেডিক্যালে ভর্তি রয়েছে সাতজন। আমরা আহতদের বিষয়ে খোঁজখবর রাখছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে