কুমিল্লা : ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় গাছের গুড়ি ফেলে নববধূর গাড়িবহরসহ যাত্রীবাহী বাসে ডাকাতি সংঘটিত হয়েছে।
সোমবার গভীর রাতে মহাসড়কের চান্দিনা উপজেলাধীন পাটগবেষনা আঞ্চলিক কেন্দ্রের প্রধান ফকট সংলগ্ন সাহাপাড়া ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
ডাকাতরা বরযাত্রীর ৪টি মাইক্রোবাসে ডাকাতি করে স্বর্ণালংকার, মূল্যবান সব মালামাল লুটে নেয়। এসময় ঢাকাগামী অপর একটি বাসেও ডাকাতি করে যাত্রীদের মামলামাল লুট করে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে স'মিলের লোকজন দেখেন, স্তূপের গাছের গুঁড়িগুলো রাস্তার পাশে পড়ে আছে এবং পুলিশের কয়েকটি গাড়ি থেমে আছে। পরে তারা জানতে পারেন, রাতে স'মিল থেকে গাছের গুঁড়ি নিয়ে বরযাত্রীর গাড়িবহরে ডাকাতি করেছেঠ ডাকাতদল।
এ ব্যাপারে চান্দিনা থানার ওসি রসুল আহমেদ নিজামী জানান, বরযাত্রীর গাড়িতে ডাকাতি হয়েছে শুনেছি। কয়টি গাড়িতে ডাকাতি হয়েছে তা বলতে পারছি না।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সোলায়মান হোসেন জানান, ডাকাতরে সংবাদ শুনে ঘটনাস্থলে রয়েছি। তদন্ত চলছে। ডাকাতদের সন্ধানে পুলিশ মাঠে রয়েছে।
২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম