সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:৩২:২৪

একে অপরকে জড়িয়ে ধরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

একে অপরকে জড়িয়ে ধরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কুমিল্লা : কুমিল্লার চান্দিনায় স্কুল থেকে ফিরে খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল আদনান শাহরিয়ার সামি (৯) ও আহনাফ (৭) নামের দুই শিশুর। তারা আপন চাচাতো ভাই। মৃত্যুর পরও জড়াজড়ি করে দুজনকে ধরে রাখে দুই ভাই।

রোববার দুপুর আড়াইটায় চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের মোহনপুরপাড়া গ্রামের পুকুর থেকে জড়াজড়ি করে ধরা অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলো- মোহনপুর গ্রামের প্রবাসী আব্দুল্লাহ আল নোমান শিবলুর ছেলে আহনাফ এবং শাহরিয়ার সুমনের ছেলে আদনান (৮)। তারা মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। আদনান শাহরিয়ার শামীর বাবা সুমন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং আহনাফের বাবা শিপলু দুবাই প্রবাসী।

নিহতদের ফুফাতো ভাই সোহেল জানান, স্কুল থেকে ফিরে দুপুরে গোসলের সময় আফনান ও আদনান দুইজনই স্কুল থেকে ফিরে দুপুরের খাবার খেয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। বেশ কিছুক্ষণ পরিবারের লোকজন তাদের কোথাও না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করে। 

একপর্যায়ে শিশু আদনানের মা সোনিয়া আক্তার বাড়ির পাশের পুকুরে দুই শিশুকে জড়াজড়ি করা অবস্থায় ভাসতে দেখেন। এ সময় দ্রুত তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

এদিকে এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত পরিবারের আর্তনাদে ভারি হয়ে উঠেছে মোহনপুর গ্রামের বাতাস। 

ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট সাদেকুর রহমান জানান, পুকুরপাড়ে খেলতে গিয়ে তারা পুকুরের ঘাটলার নিচে চলে যায়। পরে পুকুর থেকেই তাদের নিথর দেহ উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিয়ে যান। 

চান্দিনা থানার ওসি মো. সাহাবুদ্দীন খান জানান, বাতাঘাসী ইউনিয়নের মোহনপুরে দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত হয়েছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে