রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৩০:৩১

স্ত্রীকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার খেসারত

স্ত্রীকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার খেসারত

কুমিল্লা : স্ত্রীকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার খেসারত দিতে হলো স্বামীকে।  পরীক্ষার্থী স্ত্রীকে নিয়ে বিনা অনুমতিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের দায়ে মো. সাগর নামের এক যুবককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  ঘটনাটি ঘটেছে কুমিল্লার হোমনায়।

 
রোববার সকালে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল এ দণ্ড দেন।  সাগর তিতাস উপজেলার বাতাকান্দি ঐচারচর গ্রামের মো. মনির হোসেনের ছেলে।
 
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত সাগর পরীক্ষা শুরুর আগে তার পরীক্ষার্থী স্ত্রীকে নিয়ে পুলিশি বাধা উপেক্ষা করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন।  এ ঘটনা নির্বাহী ম্যাজিস্ট্রেটের চোখে পড়ে।  পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ দণ্ডাদেশ দেয়া হয়।
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে