সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:০৭:২০

কুবি শিক্ষার্থীদের অবরোধ স্থগিত, ২৪ ঘন্টার আল্টিমেটাম

কুবি শিক্ষার্থীদের অবরোধ স্থগিত, ২৪ ঘন্টার আল্টিমেটাম

মাহফুজুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনকারী ৬নং বাসে হামলার সঙ্গে জড়িতদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে বিচারের আওতায় আনার আল্টিমেটাম দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা ।
আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বিক্ষোভের নেতৃত্বে থাকা শিক্ষার্থী ইলিয়াস হোসেন সবুজ এ আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেন। কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি প্রশান্ত পাল বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মামলা করা হলে আমরা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছি। আমাদের আশ্বাসের পর তারা তাদের অবরোধ তুলে নিয়েছে।’

বিশ্ববিদ্যালয় প্রক্টর মোহাম্মদ আইনুলহ হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে, শহরের পূজা উদযাপন কমিটি চিকিৎসার ব্যায় ভার বহনের সম্মতি হয়েছে।’ এই আন্দেলনের জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত কোন ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে বিকালের পরীক্ষা গুলো হয়েছে বলে  নিশ্চিত বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল কবির।
এর আগে আজ সোমবার সকাল ৯টায় প্রথমে ক্যাম্পাসের কাঁঠালতলায় এবং পরে বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কুবি শিক্ষার্থীরা। এ সময় তারা দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এতে মহাসড়কের ২০-৩০ কিলোমিটার জুড়ে তীব্র যানযটের সৃষ্টি হয়। ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের বিরু্েদ্ধ যথাযথ ব্যবস্থা গ্রহণ সহ ছয় দফা দাবি জানিয়েছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। ছয়দফা দাবির মধ্যে শিক্ষার্থী বাসে হামলায় ছাত্রীদের শারীরীক নির্যাতন ও রক্তাক্ত সন্ত্রাসী হমালায় যারা জড়িত তাদের বিচারের আওতায়  এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। হতাহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন করা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসের নিরাপত্তা নিশ্চিত করা। বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীদের অশোভন আচরণ কারী ইভটিজারদের  বিচারের আওতায় আনা। হামলা কারী সন্ত্রাসীদের বিরোদ্ধে নারী নির্যাতন মামলা করা। কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাস ড্রাইভার মারধোরের জন্য তাকে বিচারের আওতায় আনা। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসন এ দাবি মেনে নিয়ে  আশস্ত করলে আন্দোলন থেকে সরে আসেন শিক্ষার্থীরা। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে আবারও মহাসড়ক অবরোধ  করবেন বলে ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনতে আন্দোলন স্থানে যান বিশ্ববিধ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রফেসর  ড. মো. আলী আশরাফ।

উল্লেখ্য, গতকাল রবিবার বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কুমিল্লা নগরীর পুলিশ লাইন অভিমুখে যাত্রা করে শিক্ষার্থী বহনকারী একটি বাস (ঢাকা মেট্রো ব ১১-৪৯১২)। সন্ধ্যায় নগরীর ঝাউতলায় সরস্বতী পূজা উপলক্ষ্যে বিশাল গাড়ি বহরের একটি র‌্যালি যাচ্ছিল। এ সময় র‌্যালি থেকে কিছু ছেলে বাসে অবস্থানরত ছাত্রীদের লক্ষ্য করে রঙ ছুড়লে ছাত্ররা প্রতিবাদ করেন। পরপরই র‌্যালি থেকে অর্ধশতাধিক লোক এসে লাঠি, রড় ও ধারালো অস্ত্র নিয়ে বাসে অবস্থানরত শিক্ষার্থীদের উপর হামলা করে। তারা ছাত্র-ছাত্রীদের বেদড়ক মারধর করে। তাদের হামলায় বাদ যাননি বাসে অবস্থানরত কোন ছাত্রী। শারীরীকভাবে নির্যাতনের শিকার হয়েছেন তারা। ধারালো অস্ত্রের কোপে লোকপ্রশান বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী আক্তারুজ্জামানের ডান হতের কজ্বির তিনটি রগ কেটে যায়। আক্তারুজ্জামান এখন তিন কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন।
১৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে