বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:০৬:০৩

দাউদকান্দিতে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত, আহত ৫

দাউদকান্দিতে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত, আহত ৫

আকতার হোসেন (রবিন), কুমিল্লা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসষ্ট্যান্ডে কার্ভাডভ্যান চাপায় ৩ পথচারী নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহতরা হলেন তিতাস উপজেলার জিয়াকান্দি গ্রামের রাসেদ মিয়ার স্ত্রী জিন্নত আরা(৪৫), ফেনী জেলার সোনাগাজী  উপজেলার সোনাপুর গ্রামের জালাল (২৫) ও অজ্ঞাত হকার (২৮)। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে স্থানীয় গৌরীপুর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহতরা হলেন বিল্লাল (৩২), সোনিয়া(২২) ও সোনিয়ার ছেলে সাজ্জাদ (৩)।

গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টায় মহাসড়কের গৌরীপুর হাসপাতালের প্রধান ফটকের সামনে ঢাকাগামী একটি কার্ভাডভ্যান (চট্টমেট্রো-ট-১১-১০৫০) নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। পরে কার্ভাডভ্যানটি রাস্তার পাশে অপেক্ষামান যাত্রী ও পথচারীদের চাপা দেয়। এতে গাড়ির চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলে ১ মহিলাসহ ৩ জন নিহত হয়। এ ঘটনায় শিশুসহ ৫ পথচারী আহত হয়। গুরুতর আহতদের গৌরীপুর হাসপাতালের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়। দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, কাভার্ডভ্যান ও চালক  মোঃ জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে।
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে