সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:০০:২০

জামিন নামঞ্জুর, এমকে আনোয়ার কারাগারে

জামিন নামঞ্জুর, এমকে আনোয়ার কারাগারে

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বাসে পেট্রোল বোমা হামলায় ৮ জন নিহতের ঘটনার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে কুমিল্লার ৫ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লা কায়সার এ নির্দেশ দেন।

কুমিল্লা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজমুস সাদাত বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ওই মামলায় তার শুনানির দিন ছিল। তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট খোরশেদ আলম ও সিএসআই অ্যাডভোকেট ইসমাইল। আর আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট কাইমুল হক রিংকু ও নাজমুস সাদাত।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার এলাকায় ভোর ৪টায় বাসে পেট্রোল বোমা হামলা করা হয়। এতে ঘটনাস্থলে সাতজন ও একজন ঢাকায় মারা যায়। এমকে আনোয়ার ওই মামলায় হুকুমের আসামি ছিলেন।
১৮ আগস্ট ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে