মাহফুজুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আর্ন্তজাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার। একুশের প্রথম প্রহরে এ পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারা। শহীদ বেদিতে ফুল দিয়ে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কুন্ডু গোপীদাস, রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার।
এছাড়াও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয়ের সবগুলো বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস), বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বিশ^বিদ্যালয়ের সবগুলো আবাসিক হল, থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়, প্রতিবর্তন, অনুপ্রাস কণ্ঠ চর্চা কেন্দ্র, ডিবেটিং সোসাইটি, সেচ্ছায় রক্তদান সংগঠন ‘বন্ধু’সহ বিভিন্ন বিভিন্ন আঞ্চলিক সংগঠন ।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ভাষা শহীদদের জন্য এক মিনিট নিরবতা পালন করেন বিশ্ববিদ্যালয় পরিবার।
এদিকে দিনটিকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নেয় বিশ^বিদ্যালয় পরিবার। একুশের প্রথম প্রহরের পূর্বে মাতৃভাষা অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ’৫২-এর ঔপনিবেশিক শাসন-শোষণ ও শাসকগোষ্ঠির প্রভুসুলভ মনোভাবের বিরুদ্ধে এবং বাঙ্গালির জাতীয় চেতনাকে উদ্ধুদ্ধ করে-এ রকম একুশের কবিতা ও গান পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘অনুপ্রাস কণ্ঠ চর্চা কেন্দ্র’ ও ‘প্রতিবর্তন’ । মাতৃভাষাকে রক্ষা করার জন্য ভাষা শহীদদের আত্মত্যাগ নিয়ে একটি নাটিকাও প্রদর্শন করে ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস