এমটিনিউজ২৪ ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার (১৭ মার্চ) দিনগত রাতে উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
আহতরা হলেন, লক্ষ্মীপুর গ্রামের জামায়াত সমর্থক তারেক (৩২), হানিফ (৪৫), জাহিদ (২২), শাকিল (২২), সজিব (২২), নাছির (২৫), একরামুল হক কুসুম (৪৫) এবং বিএনপি সমর্থক সবুজ মিয়া (৩০), মো. ইউনুছ মিয়া (৫৫), সুমন মিয়া (৪০), সাগর মিয়া (৪০), ছবুরা বেগম (৪৫), আবুল কালাম (৫৬), আবুল কাশেম (৪৫) ও মায়া বেগম (৬০)।