শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৩৫:০৪

ইউএনও’র হস্তক্ষেপে রক্ষা পেল মাদ্রাসা ছাত্রী আয়শা

 ইউএনও’র হস্তক্ষেপে রক্ষা পেল মাদ্রাসা ছাত্রী আয়শা

আকতার হোসেন (রবিন), কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বারে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল উপজেলার মোহাম্মদপুর মাদ্রসার নবম শ্রেণীর ছাত্রী আয়শা আক্তার(১৬)। সে মোহাম্মদপুর গ্রামের আব্দুস সামাদের মেয়ে। ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করার অভিযোগে তার মা’ মনোয়ারা বেগমকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। একই সাথে ১৮ বছর পূর্তী হওয়ার আগে মেয়ের বিয়ে না দেয়ার লিখিত অঙ্গীকার নামায় মনোয়ারা বেগম স্বাক্ষর দিয়ে স্থানীয় এলাহাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সরকার এবং ওই ইউপি’র ২নং ওয়ার্ড’র  সদস্য মোঃ হুমায়ুন কবির’র জিম্বায় ছাড়া পান।
    
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে মোহাম্মদপুর মাদ্রসার নবম শ্রেণীর ছাত্রী এবং মোহাম্মদপুর গ্রামের আব্দুস সামাদ’র কণ্যা আয়শা আক্তার(১৬)’র ইচ্ছার বিরুদ্ধে মাশিকাড়া উচ্চ বিদ্যালয়’র ইংরেজী বিভাগের খন্ডকালীন শিক্ষক ও উপজেলার গনেশপুর গ্রামের নুরুল ইসলাম’র পুত্র মোঃ ময়নাল হোসেন’র সাথে বিয়ের আয়োজন করা হয়। বাল্য বিয়ের সংবাদে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বাল্য বিয়ে বন্ধের চেষ্টায় ব্যর্থ হয়ে থানা পুলিশকে কার্যকর ব্যবস্থা গ্রহনে নির্দেশ দিলে, দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল ইসলাম ও এস,আই সোহেল আহমেদ’র নেতৃত্বে একদল পুলিশ বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে রাত ১০টায় মা’ মেয়ে দু’জনকে এনে ভ্রামমান আদালতে হাজির করেন।
    
ভ্রাম্যমান আদালতে বাল্য বিয়ের সত্যতা স্বীকার করায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বাল্য বিয়ে নিরোধ আইনে কণের মাতাকে ৫০০০ টাকা জরিমানা এবং ১৮ বছর পূর্তীর আগের বিয়ে সম্পাদন না করার শর্তে অঙ্গীকার নামা আদায় পূর্বক  স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের জিম্বায় তাদের ছেড়ে দেন।
    
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, বাল্য বিয়ে প্রতিরোধে সরকার আইন করে দিয়েছে। অনেক সময় রাজনৈতিক প্রভাবে এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের সুপারিশে এবং শর্তসাপেক্ষ আশ্বাসের ভিত্তিতে আমরা বিয়ে বন্ধ করে আসলেও পরবর্তীতে গোপনে বিয়ে সম্পাদন করে ফেলে। এবিষয়েও আমরা এখন সতর্ক আছি। বাল্য বিয়ে প্রতিরোধে সভা, সমাবেশ, সেমিনারে সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও কাজ করে আসছি। বাল্য বিয়ে প্রতিরোধে মনেপ্রানে সকলের সহযোগীতা না থাকলে আইন করে বাল্য বিয়ে বন্ধ করা সম্ভব নয়।
২৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে