বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ০৯:৫৬:৩৭

মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি!

মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি!

এমটিনিউজ২৪ ডেস্ক : কুমিল্লায় ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন ৭৫ জন। এর মধ্যে ৭০ জন ছেলেও ৫ জন মেয়ে চাকরি পেয়েছেন। আবেদন করতে ওই ১২০ টাকা লেগেছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা পুলিশ লাইনের শহীদ আরআই এ বি এম আব্দুল হালিম মিলনায়তনে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন নিয়োগ কমিটির অপর দুই সদস্য নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন, লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান মোস্তফা স্বপন।

গত ৪ এপ্রিল এ নিয়োগ পরীক্ষার কার্যক্রম শুরু হয়। এ নিয়োগ পরীক্ষায় ১ হাজার ৩৫১ জন আবেদন করেন। মাঠের পরীক্ষা শেষে ৬৯০ জন উত্তীর্ণ হয়। এরপর লিখিত পরীক্ষা শেষে এ সংখ্যা এসে দাঁড়ায় ২৩৯ জনে। এতে সব পরীক্ষা শেষে ৭৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।

অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে ১৫ জনকে। ফলাফলে প্রথম হন জেলার দেবিদ্বার উপজেলার মাসিগাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম খোকন, দ্বিতীয় হন আদর্শ সদর উপজেলার জামবাড়ি গ্রামের তালেব হোসেনের ছেলে মো. রায়হান।

নিয়োগ পাওয়ারা জানান, কোনো প্রকার তদবির ও ঘুষ ছাড়াই মেধার ভিত্তিতে তারা উত্তীর্ণ হয়েছেন।

ফলাফল ঘোষণা শেষে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে যোগ্য ব্যক্তিদের আমরা প্রাথমিকভাবে নির্বাচিত করেছি। পরে পুলিশ সুপার নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে