বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ০৮:৫১:২০

আসিফ মাহমুদের সমর্থকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ

আসিফ মাহমুদের সমর্থকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ

এমটিনিউজ২৪ ডেস্ক : কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের সমর্থক ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বুধবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মুরাদনগর উপজেলার আল্লাহ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন উপজেলার আন্দিকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য শেখর মেম্বার, সাফায়েত, মিনহাজুল হক, হাসান, রাকিব, ইউনুস, মো. কবির হোসেন, কাইউম, এশিয়ান টিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ, স্টার টিভির আবদুল্লাহ আল মারুফ, খোলা কাজগজের কুমিল্লা প্রতিনিধি শাহ এমরান, পূর্বাশার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না, এস এ টিভির ভিডিও সাংবাদিক এ এস বাপ্পি। তাৎক্ষণিকভাবে অন্য আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে কায়কোবাদ সমর্থকেরা উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অপপ্রচার ও পদত্যাগ দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন। বুধবার বিকেল ৫টার দিকে আসিফ মাহমুদের সমর্থকেরা অপপ্রচারের প্রতিবাদে স্থানীয় ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আল্লাহ চত্বর পৌঁছালে কায়কোবাদ সমর্থকেরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

এসময় পুলিশসহ আসিফ সমর্থকেরা পিছু হটেন। মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে উপজেলা সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে আসিফ মাহমুদ সমর্থিত মুরাদনগরের নাগরিক সমাজের আহ্বায়ক মিনহাজুল হক বলেন, ‌‘কায়কোবাদ সমর্থকেরা মঙ্গলবার বিকেলে চব্বিশের অগ্রনায়ক উপদেষ্টা আসিফকে বিভিন্নভাবে কটূক্তি করে মিছিল করেছেন। এর প্রতিবাদে মুরাদনগরের সাধারণ জনগণ আজ বিক্ষোভ মিছিল বের করলে তারা বিনা উস্কানিতে আমাদের ওপর ইটের টুকরা নিক্ষেপ করেন। 

একপর্যায়ে আমাদের ওপর হামলা চালান। এতে আমাদের অন্তত ৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে শেখর মেম্বারের অবস্থা আশঙ্কাজনক। আমরা এ ঘটনার বিচার দাবি করছি।’

কায়কোবাদ সমর্থিত উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, ‘তাদের বিক্ষোভ চলাকালে আমাদের নেতাকর্মীরা পার্টি অফিসে ছিলেন। তারা মিছিল থেকে আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এসময় আমাদের নেতাকর্মীরা প্রতিহত করেছেন। আসিফ মাহমুদ সমর্থকদের হামলায় আমাদের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।’

এ বিষয়ে মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) আমিন কাদের খান বলেন, এনসিপির লোকজন বিক্ষোভের বিষয়টি আমাদের লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু বিএনপির লোকজন তাদের কর্মসূচির বিষয়টি আমাদের জানাননি। মিছিলের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে