শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ০৯:৩৬:২৬

কলকাতাফেরত প্রভাবশালী নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

কলকাতাফেরত প্রভাবশালী নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

এমটিনিউজ২৪ ডেস্ক : নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) ভোরে ফেনী থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার মিনহাদুল হাসান রাফি গতকাল কলকাতা থেকে গোপনে কুমিল্লা এসেছিলেন। এ খবর পেয়ে কুমিল্লা ডিবি পুলিশ স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানোর অভিযোগে ৪টি মামলা রয়েছে।

কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাফিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে