শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ০২:২৯:১৩

চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

এমটিনিউজ২৪ ডেস্ক : কুমিল্লার দেবিদ্বারে এক ব্যবসায়ীর কাছ থেকে দৈনিক ৫০০ টাকা করে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তিনি দেবিদ্বার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড গুনাই ঘরের জাহাঙ্গীর আলমের ছেলে এবং পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দেবিদ্বার সুজাত আলী কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকে হৃদয় স্থানীয় ব্যবসায়ী আমির হোসেনের কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে তার স্ত্রী ও মেয়েকে অপহরণ ও হত্যার হুমকি দিতেন। সম্প্রতি তিনি ১৫ হাজার টাকা চাঁদা দাবি করলে ব্যবসায়ী বাধ্য হয়ে তা পরিশোধ করেন।

পরে ভুক্তভোগী দেবিদ্বার থানায় হৃদয়সহ অজ্ঞাত আরও দুই-তিন জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন।

দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, শুক্রবার হৃদয়কে গ্রেপ্তার করে বিকেলে আদালতে পাঠানো হয়েছে। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন জানান, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন, দলীয়ভাবে খতিয়ে দেখা হবে। উত্তর জেলা ছাত্রদলের সভাপতি আসিফ উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে