বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০১৬, ১১:৫৯:১৪

দেবিদ্বারে ৩০ প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার

দেবিদ্বারে ৩০ প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার

আকতার হোসেন (রবিন), দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: দেবিদ্বার উপজেলার ১৩টি ইউনিয়নে প্রথম পর্যয়ে আগামী ২২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গতকাল  বুধবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে বিএনপি’র ১, জাতীয় পার্টি ২ জন ও সংরক্ষিত এবং সাধারন সদস্য পদে ২৫ জন প্রার্থীসহ ৩০জন প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার করা হয়েছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রত্যাহার কৃত চেয়ারম্যান প্রার্থী যারা-  
বরকামতা ইউনিয়নে বিএনপি’র দলীয় প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, রসুলপুর ইউনিয়নে জাতীয় পার্টি শাহজাহান, সুবিল ইউনিয়নে জাতীয় পার্টির মোঃ মহিউদ্দিন সরকার, সুলতাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ রফিকুল ইসলাম ও মোহনপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বুধবার সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তাদের নিকট থেকে তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন এবং বিভিন্ন ইউনিয়নে সংরক্ষিত ও সাধারন সদস্য পদে যারা প্রার্থীতা প্রত্যাহার করেন-

বড়শালঘর ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ডে বিলকিছ আক্তার, ২নং ওয়ার্ডে আনোয়ারা বেগম, সাধারন সদস্য পদে ৪নং ওয়ার্ডে মোঃ মফিজুল ইসলাম, ৫নং ওয়ার্ডে মোবারক হোসেন, ৬নং ওয়ার্ডে ফজলুর রহমান। ইউছুফপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে মোঃ কামাল সরকার, ৩নং ওয়ার্ডে মোঃ নয়ন মিয়া। রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে নুরুল ইসলাম, ৪নং ওয়ার্ডে সানু মিয়া, ৬নং ওয়ার্ডে বিল্লাল হোসেন, ৮নং ওয়ার্ডে শরিকুল ইসলাম। সুবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মোকলেছুর রহমান। এলাহাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মোঃ নুরুল ইসলাম, ৯নং ওয়ার্ডে মুলফত আলী। জাফরগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডে মাহবুবুল হক। রাজামেহার ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মোঃ আসাদুজ্জামান খন্দকার। ধামতী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মোঃ আঃ মজিদ, ৮নং ওয়ার্ডে মোঃ জামাল উদ্দিন, সুলতানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মোঃ খোরশেদ আলম, ৮নং ওয়ার্ডে মোঃ মামুনুর রশিদ খোকন ও জয়নাল আবেদীন। বড়কামতা ইউনিয়নের ১নং ওয়ার্ডে আবুল হাশেম, ৩নং ওয়ার্ডে মোঃ রুহুল আমীন ও তৌহিদুল ইসলাম।
৩ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে