মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:১২:২৩

সৃষ্টি হলো মুসলিম-হিন্দু মিলনমেলার এক অনন্য উদাহরণ

সৃষ্টি হলো মুসলিম-হিন্দু মিলনমেলার এক অনন্য উদাহরণ

এমটিনিউজ২৪ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে খোলা হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে হেল্পডেস্ক। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার এবং পূজা দেখতে আসা দর্শনার্থীদের সহায়তা করতে ছাত্রদলের এ উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর ইউনিয়নের দৌলতপুর ও লক্ষ্মীপুর পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা পূজার প্রতিটি মণ্ডপে হেল্পডেস্ক স্থাপন করে দর্শনার্থীদের পানীয় জল, খাবার স্যালাইন, প্রাথমিক চিকিৎসা ও ব্লাড প্রেশার পরীক্ষার সুযোগ করে দিচ্ছেন। প্রতিটি মণ্ডপে ২৪ ঘণ্টা এ সেবা চালু থাকবে বলে জানা গেছে।

পূজা আয়োজক কমিটিগুলো বলছে, এ ধরনের কার্যক্রম শুধু দুর্গাপূজার পরিবেশকেই আনন্দমুখর করছে না, বরং মুসলিম-হিন্দু মিলনমেলার এক অনন্য উদাহরণও তৈরি করছে।

স্থানীয় পূজার দর্শনার্থীরা জানান, তারা বিভিন্ন গ্রাম থেকে পূজা দেখতে এসেছেন। এক দর্শনার্থী বলেন, আমরা ইতোমধ্যে ১০টির মতো মণ্ডপ ঘুরেছি, কিন্তু কোথাও এমন সুন্দর উদ্যোগ দেখিনি। লক্ষ্মীপুর ইউনিয়নের প্রায় প্রতিটি মণ্ডপে ছাত্রদলের এই হেল্পডেস্ক দেখা যাচ্ছে। এটা সত্যিই প্রশংসার যোগ্য।

ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল খান বলেন, আমাদের ছাত্রদলের পক্ষ থেকে সপ্তমী থেকে নবমী পর্যন্ত এই সেবা কার্যক্রম চলবে। দুর্গাপূজায় স্থানীয়দের পাশাপাশি অন্য উপজেলা ও গ্রামের দর্শনার্থীরাও আসেন। তারা যেন নির্বিঘ্নে পূজার আনন্দ উপভোগ করতে পারেন সেটিই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, লক্ষ্মীপুর ইউনিয়নের সন্তান ও বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল জলিল এ উদ্যোগের সার্বিক সহযোগিতা করে আসছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে