বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫, ০৮:৩৬:১৫

আ.লীগ ছেড়ে দুধ দিয়ে গোসল করেও রক্ষা হলো না ইউপি চেয়ারম্যানের

আ.লীগ ছেড়ে দুধ দিয়ে গোসল করেও রক্ষা হলো না ইউপি চেয়ারম্যানের

এমটিনিউজ২৪ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ছেড়ে দুধ দিয়ে গোসল করেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৬ নং ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের দলটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাসুদ। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। তবে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রুবেল হত্যার আসামি হয়ে দীর্ঘদিন পলাতক থাকার পর আজ বুধবার (৮ অক্টোবর) দুপুরে কুমিল্লা সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নং আমলি আদালতে জামিন আবেদনসহ আত্মসমর্পন করেন তিনি। 

শুনানি শেষে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেন জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

কামরুজ্জামান মাসুদ আশানপুর গ্রামের আমেরিকা প্রবাসী হাজী মো. ফরিদ উদ্দিনের ছেলে। তিনি গত বছর ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রুবেল হত্যা মামলার আসামি। গত ১৭ আগস্ট নিজ বাড়ির ছাদে একদল সাংবাদিকের উপস্থিতিতে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে দুধ দিয়ে গোসল করে দেশব্যাপী আলোচিত হন।

কামরুজ্জামান মাসুদ চেয়ারম্যান পদ থেকে ৩ মাসের ছুটি নিয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এরই মধ্যে তিনি উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিনে এসে পরবর্তীতে নিম্ন আদালতে হাজির হননি। আজ বুধবাবার আদালতে আত্মসমর্পণ করতে গেলে তিনি আটক হন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে