এমটিনিউজ২৪ ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে পানিতে ডুবে মারা গেছে তিন বছরের শিশু আরওয়া। একমাত্র সন্তানের মৃত্যুসংবাদ পেয়ে দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাবা ওসমান গনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে ছুটে আসেন মেয়েকে শেষবারের মতো দেখতে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে গ্রামের গুণবতী স্কুল মাঠে হেলিকপ্টার অবতরণের সময় উপস্থিত সবার চোখে জল নেমে আসে। পুরো পরিবেশে নেমে আসে নিস্তব্ধতা, শোক আর বুকভাঙা আহাজারি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমান গনি বাদল গত ১৫ বছর ধরে আফ্রিকায় ব্যবসা পরিচালনা করে আসছেন। দেশে থাকাকালীন মেয়ের জন্মের পর তিনি ছয়-সাত মাস পরিবারের সঙ্গে কাটিয়ে চলতি বছরের আগস্টে আবার বিদেশে ফিরে যান।
বৃহস্পতিবার দুপুরে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় আরওয়া। পরিবারের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র সন্তানের মৃত্যুসংবাদ পেয়ে ওসমান গনি সেদিন রাতেই বিমানে ঢাকায় ফেরেন এবং শুক্রবার সকালে হেলিকপ্টারে নিজ গ্রামে পৌঁছান। মেয়ের জানাজায় অংশ নিয়ে নিজ হাতে দাফন সম্পন্ন করেন তিনি। এতে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।
ওসমান গনির বন্ধু মো. ইস্রাফিল বলেন, ওসমান আরওয়াকে শেষবারের মতো দেখতে চেয়েছিলেন। তাই আমরা লাশবাহী ফ্রিজিং গাড়িতে মেয়ের লাশ সংরক্ষণ করে রেখেছিলাম।
ওসমান গনির ফুফা সাইদুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে মৃত্যুর খবর পেয়ে ওসমান গনি রাতেই রওনা দেন, পরদিন সকালে গ্রামে পৌঁছান।