শুক্রবার, ০৯ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৯:৫১

যাত্রীবাহী বাস উল্টে ২ জনের মৃত্যু

যাত্রীবাহী বাস উল্টে ২ জনের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত পৌণে ১১টার দিকে কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকায় ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অদূরে দরানী ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ফেনীর ফুলগাজী থানার উত্তর আনন্দপুর এলাকার মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪) এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরফকিরা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে মো. আরমান হোসেন (১৬)।

পুলিশ জানায়, ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ইউটার্নে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। 

এ বিষয়ে জানতে চাইলে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে